ঢাকা থেকে কক্সবাজার রেলপথে
সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব
১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) বি বাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫
৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬
৭৯) সাত কানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০
এখানে উল্লেখ্য ঢাকা থেকে কক্সবাজার রেলপথে বড় ৭ রেলসেতু আছে এই সেতুগুলোর জন্য মুল ভাড়ার সঙ্গে আরো ৪০ কিমি পন্টেজ চার্জ যুক্ত হবে👍.
.
♦️চট্টগ্রাম-কক্সবাজার ভাড়া...
১. দ্বিতীয় শ্রেণী ৫৫৳
২. দ্বিতীয় শ্রেণী(এক্সপ্রেস) ৭০৳
৩. কমিউটার ট্রেন ৮৫৳
৪. সুলভ শ্রেণী ১০৫৳
৫. শোভন শ্রেণী ১৭০৳
👉শোভন চেয়ার ২০৫৳
👉স্নিগ্ধা (এসি চেয়ার) ৩৮৬৳
👉প্রথম চেয়ার/সিট ৩১১৳
👉প্রথম বার্থ ৪৬৬৳
👉এসি সিট ৪৬৬৳
👉এসি বার্থ ৬৯৬৳ class="separator" style="clear: both;">
Sunday, June 19, 2022
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা এভাবে ভালবাসি বাংলাদেশকে কিছু কথা
এদেশে যে যখন সুযোগ পায় অন্যকে জিম্মি করে চিপায় ফেলে টাকা কামাইতে চায়, করোনার সময় মাস্ক ব্যবসায়ী, রমজানে দোকানদার, হাল্কা বৃষ্টিতে রিকশা -সিএনজি বাড়ায়, ইদে বাস ভাড়া বাড়ায়, শপিংমলে ১৫ শ টাকার শাড়ি মাত্র ১৬ হাজার রাখে,,রাতের বেলা ফার্মেসী তে ইমার্জেন্সী ওষুধের দাম ৩ গুন হয়ে যায়,বেকায়দায় পড়লে অ্যাম্বুলেন্স ভাড়া চায় ডাবল,,গরমে ৪০ টাকার তরমুজ হয় ৩০০ টাকা মাত্র..
এগুলার সাথে অনেকেই অভ্যস্ত,কিন্তু এসব রেকর্ড মুটামুটি আজ সিলেটের নৌকার মাঝি সমাজ ভেঙে ফেলেছে,,
সিলেট -সালুটিকর - হবিগঞ্জ -সুনামগঞ্জে নৌকা ভাড়া মাত্র ৫০ হাজার থেকে ৩/৪ লাখ টাকা,,যারা উদ্ধার কাজে সাহায্যের জন্য গিয়েছেন তাদের থেকেও এই ভাড়া দাবি করা হচ্ছে,, সামান্য ১০ কিমি দূরত্বের নৌকা ভাড়াও ৫০ হাজারের নিচে নয়,,নরমাল সময়ে এ ভাড়া ৮০০ টাকা,,অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে সিলেট শহরে নিয়ে আসার জন্য ৪০ হাজার টাকা দিতে চাইলেও নৌকার মাঝি রাজি হয় নাই,,
পাশাপাশি দোকানিরাও পিছিয়ে নেই, ৫-১০ টাকার মোমবাতির দাম উঠছে স্থানভেদে ১০০ টাকা মাত্র,, 🙂
অর্থের লোভ থাকাটাই স্বাভাবিক,কিন্তু এটারও তো লিমিট থাকা উচিত, অল্প পরিমান হলেও মানবতা মূল্যবোধ থাকা উচিত,
কিন্তু বাঙালি টাকার জন্য বিবেককে সকাল - বিকাল দুইবার বেচতেও দ্বিধাবোধ করে না, জাস্ট সুযোগের অভাবেই এদেশে অধিকাংশ মানুষ সত থাকে,সে যে পেশার বা শ্রেনীরই হোক না কেন,,বরং অশিক্ষিত মূল্যবোধহীন মানুষ দূর্নীতির সুযোগ পেলে শিক্ষিত অপেক্ষা আরও অনেক বেশি ভয়ংকর হয়ে ওঠে...
সংগৃহীত
Tuesday, May 3, 2022
একতাই বল একতাই শক্তি ফারুক ভাইয়ের বিবৃতি আমরা করব জয় সোহাগ মেডিকেল হল থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা
১৩ নং মায়ানী ইউনিয়ন ছাএলীগ ও যুবলীগের ঈদ উদযাপন ❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ঈদ মোবারক।
পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।
সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Wednesday, March 30, 2022
হাদিস থেকে বলা হয়েছে
••• স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন ?
*** মহানবী সা: বলেছেন “ স্বামী যখন তাঁর স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে । এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও ।”
সুনানে তিরমিযি ১১৬০
ছহীহুল জামে ৫৩৪
*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী স্বামীর ডাকে সাঁড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফিরিশ্তারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে ।”
ছহীহুল বোখারি ৫১৯৩
ছহীহ মুসলিম ১৪৩৬
সুনানে আবু দাউদ ২১৪১
নাসাঈ
*** মহানবী সা: বলেছেন “ তিন ব্যক্তির নামাজ তাঁদের মাথা অতিক্রম করেনা অর্থাৎ কবুল হয়না । তন্মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী , যে স্বামীর ডাকে সাঁড়া দেয়না এবং স্বামী রাগান্বিত অবস্হায় ঘুমায় ।”
তাবরানী ১০৮৬
সুনানে তিরমিযি ৩৬০
হাকেম
সিলসিলা ছহীহা ২৮৮
*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখা যাবেনা এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবেনা ।”
ছহীহুল বোখারি ৫১৯৫
ছহীহ মুসলিম ২৪১৭
দারেমী ১৭২০
সিলসিলা আহাদিসুস ছহীহা ৩৯৫
*** মহানবী সা: বলেছেন “ পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না ।”
নাসাঈ কুবরা ৯১৩৫
বাযযার ২৩৪৯
তাবরানী
হাকেম ২৭৭১
বাইহাক্বী ১৪৪৯৭
সিলসিলাহ ছহীহা ২৮৯
*** মহানবী সা: বলেছেন “ কোন স্ত্রী যদি তাঁর স্বামীর অধিকার সম্পর্কে জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো ।”
ছহীহুল জামে ৫২৫৯
তাবরানী
*** মহানবী সা: বলেছেন “ স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম ।”
মুসনাদে আহমদ ১৯০০৩
নাসাঈ
হাকিম
বায়হাক্বী
*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী তাঁর স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা বলেন “ তোমার স্বামীকে কষ্ট দিওনা । তিনি তোমার কাছে সাময়িক মেহমান মাত্র । তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে ।”
তিরমিযি ১১৭৪
ইব্নে মাজাহ ২০১৪
*** মা- বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র ৩ দিন পর্যন্ত । পক্ষান্তরে স্বামীর মৃত্যুতে শোক পালন করতে হবে ৪ মাস ১০ দিন ।
সূরা আল বাক্বারা ২৩৪
ছহীহুল বোখারি ১২৮০
ছহীহ মুসলিম ৩৮০২
Monday, March 28, 2022
শুভ জন্মদিন 2022
শুভ জন্মদিন 🎂🎂🎂
প্রিয় কাকা 💛💛💛
M Ala Uddin
ভাইস চেয়ারম্যান
মিরসরাই উপজেলা পরিষদ,
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।।।।।
Tuesday, March 15, 2022
আল্লাহতালা প্রত্যেক জনের নিজের মা কে সম্মান দেওয়ার তৌফিক দান করুন আমিন
দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন।
অতঃপর....
সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।
এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!
এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়।
সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?
মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।
সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।
সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। (আমীন)
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা।
©
Sunday, February 13, 2022
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরি কলেজ HSCরেজাল্ট
আজ HSC 'র রেজাল্ট দিয়েছে।
আমাদের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের
পাশের হার ৯৯.৬২%, জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। মোট পরিক্ষার্থী ছিল ৫২১ জন পাশ করেছে ৫১৯ জন।
সবাইকে অভিনন্দন।
Wednesday, February 9, 2022
সিনিয়র ব্যক্তির উপর হামলা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই
আজ আবুতোরাব বাজারে মীরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান ভাইয়ের উপর দূর্বৃত্তের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের শাস্তির দাবি করছি।
Friday, December 31, 2021
সোহাগ মেডিকেল হল পক্ষ হইতে 2022 সালে শুভেচ্ছা রইল সবাইকে
হ্যাপি নিউ ইয়ার ২০২২ ইং সাল
~~~~~~~~~~~~~~~~~
সময় স্থিতিশীল নয় গতিশীল, সময়ের এই ক্রমবর্ধমান গতিতে মাস, বছর, যুগ ও শতাব্দীর ডায়রীতে আমরা সফলতা কিংবা ব্যর্থতার হিসেব টানি! ২০২১ ইং সাল, জানুয়ারি থেকে ডিসেম্বর ১২ মাস ৩৬৫ দিন, আমরা ব্যায় করেছি, ঘন্টার হিসেবে আমরা ৮৭৬০ (আট হাজার সাতশো ষাট ঘন্টা) ব্যায় করেছি, মিনিটের হিসেবে আমরা ৫,২৫,৬০০(পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শো মিনিট) ব্যায় করেছি, সেকেন্ডের হিসেবে আমরা ৩,১৫,৩৬,০০০ (তিন কোটি পনের লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড) ব্যায় করেছি! কখনো কী, আমরা সময়ের এই সমীকরণটি মিলিয়েছি? হয়তো মিলাইনি কখনোই...।
বিদায় নিচ্ছে ২০২১ ইং সাল! বিদায়ী এই বছরটিতে আমরা অনেককিছু হয়েয়েছি! হয়তো, অপ্রত্যাশিত হারানো'ই বলা যায়, তবে, অনেকে অনেক কিছু পেয়ে ধন্য হয়েছে বিদায়ী বছরে, যারা ধন্য হয়েছেন তাদের ধন্যবাদ, পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা, বিদায়ী বছরটি আপনাদের সফলতার সূবর্ণ জয়ন্তী, শুভকামনা জানাই, অনাগত ২০২২ সালটিও আপনাদের সফলতায় কাটুক, আর আমরা যারা বিদায়ী বছরে হারানোর তালিকায় ব্যর্থতার সমীকরণ টানছি, আমরা এই বলে নিজেকে সান্তনা দিবো যে, বিদায়ী বছরটি আমাদের জন্যে অভিজ্ঞতা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, সাহস ও অনুপ্রেরণার পাঠশালা। আক্ষেপ কিংবা আপসোসের কিছু'ই নেই, হারাতে পেরেছি বলে'ই হয়তো, বিদায়ী বছরটি আমাদের স্মৃতিপটে আজীবন অমর হয়ে থাকবে...।
নতুন বছর ভালো কাটুক
নতুন আমেজে, নতুন উদ্দীপনায়
নতুন মননে, নতুন সৃজনে
নতুন প্রগতিতে, নতুন চেতনায়
স্বাগতম ২০২২ ইং সাল।
সবাইকে নতুন বছরের পুষ্পিত শুভেচ্ছা।
(হ্যাপি নিউ ইয়ার ২০২২ ইং) লেখক;; আবদুল আল নোমান class="separator" style="clear: both;">