Header Ads

Header ADS

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা এভাবে ভালবাসি বাংলাদেশকে কিছু কথা

এদেশে যে যখন সুযোগ পায় অন্যকে জিম্মি করে চিপায় ফেলে টাকা কামাইতে চায়, করোনার সময় মাস্ক ব্যবসায়ী, রমজানে দোকানদার, হাল্কা বৃষ্টিতে রিকশা -সিএনজি বাড়ায়, ইদে বাস ভাড়া বাড়ায়, শপিংমলে ১৫ শ টাকার শাড়ি মাত্র ১৬ হাজার রাখে,,রাতের বেলা ফার্মেসী তে ইমার্জেন্সী ওষুধের দাম ৩ গুন হয়ে যায়,বেকায়দায় পড়লে অ্যাম্বুলেন্স ভাড়া চায় ডাবল,,গরমে ৪০ টাকার তরমুজ হয় ৩০০ টাকা মাত্র.. এগুলার সাথে অনেকেই অভ্যস্ত,কিন্তু এসব রেকর্ড মুটামুটি আজ সিলেটের নৌকার মাঝি সমাজ ভেঙে ফেলেছে,, সিলেট -সালুটিকর - হবিগঞ্জ -সুনামগঞ্জে নৌকা ভাড়া মাত্র ৫০ হাজার থেকে ৩/৪ লাখ টাকা,,যারা উদ্ধার কাজে সাহায্যের জন্য গিয়েছেন তাদের থেকেও এই ভাড়া দাবি করা হচ্ছে,, সামান্য ১০ কিমি দূরত্বের নৌকা ভাড়াও ৫০ হাজারের নিচে নয়,,নরমাল সময়ে এ ভাড়া ৮০০ টাকা,,অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে সিলেট শহরে নিয়ে আসার জন্য ৪০ হাজার টাকা দিতে চাইলেও নৌকার মাঝি রাজি হয় নাই,, পাশাপাশি দোকানিরাও পিছিয়ে নেই, ৫-১০ টাকার মোমবাতির দাম উঠছে স্থানভেদে ১০০ টাকা মাত্র,, 🙂 অর্থের লোভ থাকাটাই স্বাভাবিক,কিন্তু এটারও তো লিমিট থাকা উচিত, অল্প পরিমান হলেও মানবতা মূল্যবোধ থাকা উচিত, কিন্তু বাঙালি টাকার জন্য বিবেককে সকাল - বিকাল দুইবার বেচতেও দ্বিধাবোধ করে না, জাস্ট সুযোগের অভাবেই এদেশে অধিকাংশ মানুষ সত থাকে,সে যে পেশার বা শ্রেনীরই হোক না কেন,,বরং অশিক্ষিত মূল্যবোধহীন মানুষ দূর্নীতির সুযোগ পেলে শিক্ষিত অপেক্ষা আরও অনেক বেশি ভয়ংকর হয়ে ওঠে... সংগৃহীত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.