Music

3/Music/post-grid

Tuesday, October 26, 2021

হাড় কে মজবুত রাখতে কাজুবাদাম বিস্তারিত বর্ণনা যোগাযোগ সোহাগ মেডিকেল হল

বিশ্বের স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে কাজুবাদাম। এটি প্রোটিন, ভিটামিন, খনিজ আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। পরিমিত মাত্রায় নিয়মিত কাজু বাদাম খেলে স্বাস্থ্যের জন্য নানা উপকার পাওয়া যায়। খাদ্য ও পুষ্টিগুণ বিবেচনায় খাবারের তালিকায় তাই কাজু বাদাম রাখা উচিত। হৃদযন্ত্র সবল রাখে হৃদযন্ত্রের জন্য কাজু বাদাম ভালো। এই বাদামে কোনো কোলস্টেরল বা ক্ষতিকর উপাদান নেই। কিন্তু হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি, তন্তু, প্রোটিন আর আরজিনি নামের উপাদান থাকে, যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে। হাড় মজবুত করে কাজু বাদামে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে। কাজু বাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয়। কাজু বাদামে ভিটামিন কে আছে, যা হাড়ের জন্য উপকারী। এ ছাড়া রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায় কাজু। চোখের জ্যোতি বাড়ায় কাজুতে প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াক্সাথিন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা চোখকে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে কাজু বাদাম। রক্তরোগ দূর করে পরিমিত মাত্রায় কাজু বাদাম খেলে রক্তস্বল্পতা দূর হয়। কাজু বাদামে কপার বা তামা থাকে, যা রক্তরোগ দূর করে। রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতাও দেখা দিতে পারে, যা রক্তশূন্যতা সৃষ্টি করে। কাজু বাদাম খেলে সমস্যা দূর হয়। ওজন কমাতে যাঁরা ওজন কমাতে চান, তাঁরা চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়ে কাজু বাদাম খেতে পারেন। কাজু বাদামে যে প্রোটিন আছে, তা চর্বির পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে।

সকালে খালি পেটে কিসমিস এর পানি খান দেখুন জাদু কি হয় । মাত্র সাত দিন বিস্তারিত বর্ণনা পড়তে থাকুন যোগাযোগ সোহাগ মেডিকেল হল

কিসমিসের উপকারের কথা এক কথায় বলে শেষ করা যাবে না। এমনকি কিসমিস ভেজানো পানিও শরীরের জন্য অনেক উপকারী। কিসমিসে ভিটামিন,খনিজ,অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, পলিফেনলস এবং অন্যান্য বেশ কয়েকটি ফাইবার রয়েছে। কিসমিস শরীরে যেমন শক্তি যোগায় এবং রক্ত উৎপাদনেও সহায়তা করে। কিসমিসের কয়েকটি যাদুকরী উপকারীর কথা আলোচনা করা হবে। কোষ্ঠ্যকাঠিন্য দূর করে: কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা শরীরের পরিপাকক্রিয়ায় দ্রুত সাহায্য করে। এতে করে খাবার সহজে হজম হয় এবং শরীরের কোষ্ঠ্যকাঠিন্যর মত সমস্যা দূর করে। সুস্থভাবে ওজন বাড়ায়: সবাই ওজন কমাতে চায় না। এমন অনেক মানুষ আছে যারা ওজন বাড়াতে চায়। আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে কিসমিস হতে পারে আপনার পরম বন্ধু। ক্যান্সার প্রতিরোধে: কিসমিসে ক্যাটেচিন নামক একধরনের অ্যান্টিওক্সিডান্ট থাকে যা শরীরে ভেসে বেড়ানো ফ্রি র‍্যাডিকলগুলিকে লড়াই করে নিঃশেষ করে। শরীরের এই ফ্রি র‍্যাডিকলগুলো ক্যান্সার সেলের স্বতঃস্ফুর্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং মেটাস্টাসিসেও সাহায্য করে। কিসমিস রোজকারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিন এর মতন শক্তিশালী অ্যান্টিওক্সিড্যান্ট এর মাত্রা বৃদ্ধি পায়,ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: কিসমিসে থাকা পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে। শরীরে থাকা উচ্চমাত্রার সোডিয়াম, রক্তচাপ বাড়ার প্রধান কারণ। কিসমিস শরীরের সোডিয়াম মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কিসমিসে ভিটামিন এবং খনিজগুলির সাথে অ্যান্টিঅক্সিডেন্টস এবং পলিফেনলগুলির মতো অন্যান্য যৌগগুলির মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলি আমাদের সিস্টেমে ফ্রি র‌্যাডিকালগুলোর সাথে লড়াই করতে, এগুলিকে স্থিতিশীল করতে এবং তাদের শ্বেত রক্তকণিকা সহ আমাদের কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতির কারণ হতে রোধ করে যা আমাদের ইমিউন সিস্টেম গঠন করে। হাড়ের স্বাস্থ্য বর্ধন: কিসমিসে পাওয়া যায় আরো এক উপাদান, ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতের জন্য খুব প্রয়োজন। এছাড়াও, বোরন নামক এক মাইক্রোনিউট্রিয়েন্টও কিসমিসে থাকে যা সঠিক ভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে। মাইক্রো নিউট্রিয়েন্ট শরীরে খুব অল্প পরিমাণে দরকার বলেই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে পরিচিত কিন্তু শরীরে এর উপস্থিতির গুরুত্ব অসীম। তাই বোরন মেনোপজ ঘটে যাওয়া নারীদের মধ্যে অস্টিয়োপোরসিস এবং হাড় ও জয়েন্ট এর জন্য খুব উপকারী। ঘুম ভালো হয়: ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে। এক্ষেত্রে যাদুকরী ভূমিকা পালন করে কিসমিস। কিসমিসে যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে। আমরা সবাই জানি, আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোবিনের উত্পাদন বৃদ্ধি করে না বরং বিপাক ক্রিয়া উন্নত করে। কিসমিস মানসিক অবসাদ দূর করতে কি ধরণের ভূমিকা পালন করে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়নি তবে কিসমিস ভালো ঘুমের ব্যবস্থা করে এবং শরীর ও মন মেজাজ দুটোকেই শান্ত রাখে।
নষ্ট পল্লীতে নষ্টের দল বেজন্মা পাপের ভরা মৌসুম চলছে ঐ নষ্ট শিবিরে...! শুভংকর অট্টহেঁসে সাথীদের বলছে; এই নষ্ট পল্লীতে পিতৃ পরিচয় নেই! পিতৃহীন পাপের পল্লীতে, ক্ষুধার্ত নষ্টের দল মাতৃত্বকে রুটিন করে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অক্টোপাসের মতো'ই দলবেঁধে! পোড়া মাটির ঐ উপত্যকায় নুয়ে আছে সভ্যতার সাদা কালো পতাকা...। সাম্রাজ্যবাদের হর্ষধ্বনিতে নষ্টালজি'র নব্য তত্ত্ব, পৃথিবী নামের গ্রহটি আজ উলঙ্গ...! অমানুষের হাট বাজারে আজোও মানুষ খুঁজি, নষ্ট পল্লীতে পতিতার মিলন মেলা কোথাও কোন মানুষ নেই, বিধাতার কী আজব খেলা।

জনস্বার্থে কিছু কথা

#####১৩ই_নভেম্বর_২০২১ইংরেজি! #আসন্ন_ইউনিয়ন_পরিষদ_নির্বাচনে. #
যোগ্য_প্রার্থীকে_ভোট_দিন!! #প্রযুক্তি_নির্ভর_এ_যুগে_ভোটারদের_উদ্দেশ্য_কিছু_কথা! ১. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যিনি প্রযুক্তি নির্ভর এই যুগে পরিষদের কার্যক্রম পরিচালনায় একেবারেই অজ্ঞ। ২. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যার অক্ষর জ্ঞান নেই এবং একটি দরখাস্ত লিখতে ও পড়তে পারেন না। ৩. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যিনি জমি-জমা সংক্রান্ত বিষয়ে কিছুই বুঝেন না। ৪. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যার কোন বিবাদ মীমাংসা কিংবা নিষ্পত্তি করার জ্ঞান ও ক্ষমতা নেই। ৫. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যিনি স্বার্থপর, লোভী ও উগ্র শ্রেনীর লোক এবং মানুষকে হয়রানি করেন। ৬. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যার ভাব ভঙ্গিমা মাস্তান, চাঁদাবাজ এবং সন্ত্রাসী টাইপের, এবং এ ধরনের লোকদের সাথে সবসময় যার চলাফেরা।। ৭. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যিনি ছোটদের স্নেহ, এবং বড়দের সন্মান ও শ্রদ্ধা করেন না। ৮. এমন ব্যাক্তিকে ভোট দিবেন না, যিনি সমস্যা সমাধান করেন না বরং সমস্যা সৃষ্টি করেন। এবং নিজের স্বার্থের জন্য ভোটে দাঁড়ান।। #বিঃদ্রঃ জানি বর্তমান সমাজে এধরনের লোক পাওয়া দুষ্কর,, তবুও সচেতন হউন ভালো মানুষকে নির্বাচিত করুন।।

ডাক্তার মোঃ ইয়াসিন

কবি নীরব

***আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে*,**স্বপ্নের সারথি ~~~~~~~~ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের প্রধান দুইটি শহর হিরোশিমা ও নাগাসাকি সহ পুরো জাপান ধ্বংসস্তুপে পরিনত হয়েছিলো! কোটি কোটি জাপানিরা বাস্তুচ্যুত হয়েছে, সম্ভ্রম হারিয়েছে, অনাহার মহামারীতে পুষ্টিহীনতায় ভুগেছে, লক্ষ লক্ষ জাপানি অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে, হাজার হাজার নবাগত শিশু মাতৃকোলে বিকলাঙ্গ হয়েছে! দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর কমিউনিস্ট চেতনায় উদ্বুধ জাপানিরা মাটির সাথে মিশে যাওয়া ধ্বংস্তুুপ থেকে মাত্র ২০-৩০ বছরের মধ্যে একটি আধুনিক শক্তিশালী জাপান রাষ্ট্র হিসাবে, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে! আজ একবিংশ শতাব্দীতে বিশ্বের পরাশক্তি'র মধ্যে জাপান অন্যতম.... এতো অল্প সময়ের মধ্যে জাপান কীভাবে ঘুরে দাঁড়িয়েছে? বিশেষজ্ঞ ও রাষ্ট্র বিজ্ঞানীদের মতে, জাপানি'রা স্বপ্নবাজ, কঠোর পরিশ্রমী ও বিনয়ী এবং জাপানিদের জাতীয়তাবোধের অন্যতম চেতনা স্ব- নির্ভরতা। বিভিন্ন গুনে গুণান্বিত জাপানি'রা দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ হয়ে বিশ্বের বুকে অবিস্মরণীয় হয়ে থাকবে...। স্বপ্নবাজ'রা কখনো পরাজিত হয়না, স্বপ্নবাজ'রা আজ না-হয় কাল স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে একটি সফল গল্পের ইতি টানে, পরিশ্রম কখনো বৃথা যায়না, বিনয় কখনো অভিশপ্ত হয়না, জাপান তাঁর একমাত্র উদাহরণ হতে পারে...। জেগে উঠো মুজিব চেতনার সেই স্বপ্নবাজ যুবরাজ রাজপথ তোমায় ডাকছে, আবার একটি নতুন স্বপ্নের তরী দিতে হবে পাড়ি, নিরস্ত্র হাতে সশস্ত্রের সম্মুখে...। এই মাটি বড্ড ক্ষুধার্ত তোমার উত্তপ্ত রক্তে মাটির বুকে অংকিত হোক আরেকটি পতাকা। স্বপ্নবাজদের জয় হোক।

13 নং মায়ানী 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আরিফ মহিউদ্দিন

13 নং মায়ানী কৃতিসন্তান;; সমাজসেবক;; শিক্ষা অনুরাগী আবুতোরাব বাজারের বীরশ্রেষ্ঠ ব্যবসায়ী মোঃ আরিফ মহিউদ্দিন ভাইকে 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দেখতে চাই সকলের কাছে দোয়া কামনা করছি। *****ডিজিটাল সেবা বুঝে নিন আরিফ ভাইকে ভোট দিন 5 নং ওয়ার্ডের সেবা নিন****