Music

3/Music/post-grid

Tuesday, October 26, 2021

কবি নীরব

***আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে*,**স্বপ্নের সারথি ~~~~~~~~ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের প্রধান দুইটি শহর হিরোশিমা ও নাগাসাকি সহ পুরো জাপান ধ্বংসস্তুপে পরিনত হয়েছিলো! কোটি কোটি জাপানিরা বাস্তুচ্যুত হয়েছে, সম্ভ্রম হারিয়েছে, অনাহার মহামারীতে পুষ্টিহীনতায় ভুগেছে, লক্ষ লক্ষ জাপানি অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে, হাজার হাজার নবাগত শিশু মাতৃকোলে বিকলাঙ্গ হয়েছে! দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর কমিউনিস্ট চেতনায় উদ্বুধ জাপানিরা মাটির সাথে মিশে যাওয়া ধ্বংস্তুুপ থেকে মাত্র ২০-৩০ বছরের মধ্যে একটি আধুনিক শক্তিশালী জাপান রাষ্ট্র হিসাবে, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে! আজ একবিংশ শতাব্দীতে বিশ্বের পরাশক্তি'র মধ্যে জাপান অন্যতম.... এতো অল্প সময়ের মধ্যে জাপান কীভাবে ঘুরে দাঁড়িয়েছে? বিশেষজ্ঞ ও রাষ্ট্র বিজ্ঞানীদের মতে, জাপানি'রা স্বপ্নবাজ, কঠোর পরিশ্রমী ও বিনয়ী এবং জাপানিদের জাতীয়তাবোধের অন্যতম চেতনা স্ব- নির্ভরতা। বিভিন্ন গুনে গুণান্বিত জাপানি'রা দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ হয়ে বিশ্বের বুকে অবিস্মরণীয় হয়ে থাকবে...। স্বপ্নবাজ'রা কখনো পরাজিত হয়না, স্বপ্নবাজ'রা আজ না-হয় কাল স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে একটি সফল গল্পের ইতি টানে, পরিশ্রম কখনো বৃথা যায়না, বিনয় কখনো অভিশপ্ত হয়না, জাপান তাঁর একমাত্র উদাহরণ হতে পারে...। জেগে উঠো মুজিব চেতনার সেই স্বপ্নবাজ যুবরাজ রাজপথ তোমায় ডাকছে, আবার একটি নতুন স্বপ্নের তরী দিতে হবে পাড়ি, নিরস্ত্র হাতে সশস্ত্রের সম্মুখে...। এই মাটি বড্ড ক্ষুধার্ত তোমার উত্তপ্ত রক্তে মাটির বুকে অংকিত হোক আরেকটি পতাকা। স্বপ্নবাজদের জয় হোক।

0 comments:

Post a Comment