Header Ads

Header ADS

তালা মার্কা ভোট দিন 11 তারিখ সারাদিন তালা মার্কা ভোট দিন

১৩ নং মায়ানীর ২ নং ওয়ার্ডের তালা মার্কার সমর্থনেঃ- ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ বর্তমান ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোন আগ্রহ ব্যক্তিগতভাবে আমার নেই...। তবে, আমি একজন সাবেক ছাত্রলীগের কর্মী হিসাবে, সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি আবেগ অনুভূতি ও ভালোবাসার তাগিদে ১৩ নং মায়ানী ইউনিয়ন ২ নং ওয়ার্ড হইতে তালা মার্কায় মেম্বার পদ প্রার্থী, মোহাম্মদ মুমিনুল ইসলাম ভাইয়ের দীর্ঘ ছাত্রলীগ ও যুবলীগের রাজনৈতিক জীবন বিশ্লেষণে, উনার পক্ষে সমর্থন জানানো নৈতিক বলে মনে করছি...। মোহাম্মদ মুমিনুল ইসলাম ভাইয়ের রাজনৈতিক ফিরিস্তিঃ- ★সাবেক ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন। ★২০০৬-৭ সালে বিএনপি জামাতের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন সফলতার সাথে। ★ মায়ানী ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাবেক সফল সদস্য পদে থেকে স্কুল, মাদ্রাসা ও কলেজে মুজিব আদর্শ প্রচার করেন। ★ বর্তমান মায়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছে সফলতার সাথে। ২০০৬ সালে যখন জামাত বিএনপির অভয় অরণ্য ছিলো মায়ানী, তখন মুমিন ভাই রাজপথের অগ্রভাগে থেকে জামাত বিএনপিকে সাহসীকতার সাথে মোকাবিলা করেছেন নির্যাতন বরন করেছেন, এখন এইসব বলে হয়তো কোন লাভ নেই! আওয়ামীলীগ সরকার টানা তিনবার ক্ষমতায় থাকার কারনে প্রকৃত মুজিব প্রেমিরা অবহেলিত, লাঞ্ছিত ও কোনঠাসা, অতীতের আন্দোলন সংগ্রামে যাদের শ্রমে রক্তে আজকের আওয়ামীলীগ, তার'ই আজ মূল্যহীন...। আর মুজিব প্রেমীদের জায়গা দখল করে নিয়েছে জামাত বিএনপির ক্যাডাররা আওয়ামীলীগের কিছু সংখ্যা নেতার আশ্রয় প্রশ্রয়ে, আজ তারাই রাজনীতির বড় বাবু! বড় নেতা! নীতি নির্ধারক! কষ্ট লাগলেও কিছু করার নাই, বাস্তবতা মেনে নিতেই হয়...। ২ নং ওয়ার্ডে অনেকে প্রার্থী হয়েছেন, তারা হলেন সুসময়ের পাখি, উড়ে এসে জুড়ে বসার কৌশল মাত্র, এদের ১১ই নভেম্বরের পর থেকে আর আলো জ্বালিয়ে দেখা যাবেনা। আর মুমিনুল ইসলাম ভাই অতীতেও মায়ানী বাসীর সকল যৌক্তিক আন্দোলনে ছিলো, আছে এবং মেম্বার নির্বাচিত হলেও থাকবে, আর নির্বাচিত না-হলেও থাকবে। সন্মানিত সচেতন ২ নং ওয়ার্ডবাসী ও শিক্ষিত তরুন প্রজন্ম এবং বিজ্ঞ নাগরিক সমাজ, ২ নং ওয়ার্ডে যতজন প্রার্থী হয়েছেন তাদের রাজনৈতিক ও সামাজিক খতিয়ান টেনে দেখবেন, পুরোটাই শুভংকরের ফাঁকি...। তাই ২ নং ওয়ার্ডে মুমিনুল ইসলাম ভাইয়ের বিকল্প নেই, ২ নং ওয়ার্ডবাসী আপনারা ১১ তারিখ মুমিনুল ইসলাম ভাইয়ের তালা প্রতীকে ভোট দিয়ে, আগামীতে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। এইটুকু আস্বস্ত করতে পারি, তালা প্রতীকে মুমিনুল ইসলাম ভাইকে যদি নির্বাচিত করেন, তাহলে ২ নং ওয়ার্ডবাসী একজন খাঁটি জনসেবক পাবেন, সুখে দুঃখে আপনাদের পরম বন্ধু হয়ে থাকবে...। ১১ তারিখ সারাদিন তালা প্রতীকে ভোট দিন। শুভ কামনা তালা প্রতীকের মুমিন ভাই। মোমিনুল ইসলাম দাদা- মনছুর আহম্মদ মাস্টার~ আবুতোরাব উচ্চ বিদ্যালের একজন শিক্ষক ছিলেন। বাবা- নুরুল আবছার~ বর্তমান সাহেরখালি মাদ্রাসার একজন প্রবীন শিক্ষক.. চাচা- নুরের ছাপা~ বর্তমান আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক.. রাজনৈতিক জীবন - দলে যখন দূরসময় সেই ১/১১ তে মীরসরাই রাজপথে নিজের জীবনকে বাজী রেখে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন মিছিল করেন.. বারবার ছাত্রদল ছাত্রশিবিরের হাতে নির্যাতন হয়ে ও কখনও পিছপা হয়নি.. যখন মায়ানী ইউনিয়নের ছাত্রলীগ সংকট পথে , তখনি যুগ্ম আহ্বায়ক কের দায়িত্ব নিয়ে ১৩নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ কে সুসংগঠিত করেন.. দীর্ঘ ১৮ বছর রাজনৈতিক জীবনের কখনো কিছুই চাননি,সবসময় দল ও জনগনের জন্য নিঃস্বার্থে কাজ করে গিয়েছেন.. পরিশেষে একটি কথা... আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন, কিন্তু বিবেচনা করে দিবেন... class="separator" style="clear: both;">

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.