Header Ads

Header ADS

শীতকালীন বাউলের প্রভাব বিস্তার

বিংশ শতাব্দী'র সংগীতঃ- ~~~~~~~~~~~~~ বিংশ শতাব্দীর গান গুলোতে আবেগ অনুভূতি ছিলো, সমাজ ও দেশের প্রতি সুনিপুণ বার্তা ছিলো, মানুষের আবেগ অনুভূতিগুলো শিল্পীর মিষ্টি কণ্ঠে প্রকাশ পেতো, শ্রোতা ও ভক্ত'রা হৃদয় দিয়ে লুফে নিতো, শ্রোতা'রা গান শুনে এক প্রকার মানসিক ও আত্নীক এনার্জি পেতো, গান যে মনের খোরাক বিংশ শতাব্দীর সাড়াজাগানো গানগুলো না-শুনলে কখন'ই অনুভব করা যাবেনা...। একবিংশ শতাব্দী'র সংগীতঃ- ~~~~~~~~~~~~~~~~ একবিংশ শতাব্দীর আধুনিক বিশ্বায়নের যুগে গানগুলো আবেগ অনুভূতিহীন, গান যেনো প্রাণ হারিয়েছে! একধরনের উত্তেজনা, লাফালাফি, সমাজ ও রাষ্ট্রের প্রতি বার্তা'তো নেই! আরো অশ্লীল শব্দের ব্যবহার যত্রতত্র, অশালীন ইঙ্গিত সহ যোগ্য নামের অযোগ্য শিল্পী'র কণ্ঠের গান দর্শক হৃদয়ে ক্ষোভের সৃষ্টি হয়, ফলে দর্শক মহলের বড় একটা অংশ অতৃপ্ত বেদনায় ভোগে, এতে করে আমাদের সমাজ জীবনে, তরুন প্রজন্মের মাঝে নেতিবাচক প্রভাব দেখা যায়, এবং তীব্র অস্তিরতার সৃষ্টি হয়, যাহা আমাদের জন্যে মোটেই সুখকর নয়! এই অপস্কৃতি'র একটা লাগাম টানা দরকার, অন্তত দেশীয় সংস্কৃতি,লোক সংগীত, লালন সংগীত ও বাউল সংগীত সহ ভাটিয়ারী, জারি, সারি ও আঞ্চলিক মা ও মাটির গান গুলোকে বাঁচিয়ে রাখার তাগিদে...। (ভালোবাসা দেশীয় সংস্কৃতি ও দেশীয় সংগীত)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.